এ বছরও পহেলা বৈশাখের উদযাপন ভার্চুয়াল প্ল্যাটফর্মে
৭ এপ্রিল ২০২১ ২২:৫১ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ০৩:৫৬
ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের মতো এ বছরও পহেলা বৈশাখ, তথা নতুন বঙ্গাব্দ বরণের আয়োজন খোলা প্রাঙ্গণে করার সুযোগ মিলবে না। যেকোনো ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় এ বছরও বাংলা বর্ষবরণের এই আয়োজন ভার্চুয়াল প্ল্যাটফর্মেই সারতে হবে।
বুধবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমীন ওই চিঠিতে সই করেছেন।
চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুসরণ করে জনসমাগম হয়— এমন অনুষ্ঠান বাদ দিয়ে সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজন করতে হবে। এ বিষয়টি অনুসরণ করতে চিঠিতে সবাইকে অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
এর আগে, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঘরের বাইরে কোনো আয়োজন করা সম্ভব হয়নি।
সারাবাংলা/জেআর/টিআর