চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী
সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২১ ১২:১৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২১ ১৪:২৬
৭ এপ্রিল ২০২১ ১২:১৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২১ ১৪:২৬
ঢাকা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী আর নেই। বুধবার সকালে ১০টা ২১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন।
জুলফিকার আহমেদ জানান, এই শিল্পী করোনাভাইরাস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। রাজধানীর মহাখালী ও মালিবাগের দুটি হাসপাতাল চিকিৎসা শেষে গত সোমবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়। সেখানের নিবির পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সারাবাংলা/এসবি/এএম