Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউমার্কেট এলাকায় বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২১ ০৯:৫৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক গোলাম মোস্তফা (৬০) মারা গেছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে যায় পথচারী শিপু হালদার। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পথচারী শিপু হালদার জানায়, নিউমার্কেট সংলগ্ন রাস্তায় আজিমপুর গামী ঠিকানা পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে যায়। সিএনজি চালককে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত গোলাম মোস্তফা রামপুরা টিভি সেন্টার এলাকায় থাকতেন। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এই ঘটনায় ঠিকানা বাসের চালক জালালকে (৩০) আটক রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এনএস

টপ নিউজ ঠিকানা পরিবহন বাসের ধাক্কা সিএনজি চালক নিহত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর