Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেদ্দার কনসাল জেনারেলের দায়িত্বে নাজমুল হক

সেলিম আহমেদ
৭ এপ্রিল ২০২১ ০২:০৫

সৌদি আরব থেকে: জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজমুল হক। বর্তমানে তিনি বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। সেখান থেকে আগামী ১১ এপ্রিল তিনি জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে যোগ দেবেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) মোবাইল ফোনে নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ নাজমুল হক। তিনি জানান, নতুন কর্মস্থলে যোগ দিতে আগামী ১০ এপ্রিল তিনি বার্মিংহাম থেকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছাবেন।

বিজ্ঞাপন

আড়াই বছর ধরে বার্মিংহামে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন নাজমুল হক। এর আগে তিনি ওয়াশিংটন, মেক্সিকো সিটি ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ও মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এবারে তিনি কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করবেন সৌদি আরবের জেদ্দায়।

মোহাম্মদ নাজমুল হকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানছারামপুর উপজেলায়। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। নাজমুল হকের স্ত্রী রাশেদা রওনক খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক।

সারাবাংলা/টিআর

কনসাল জেনারেল জেদ্দা কনস্যুলেট মোহাম্মদ নাজমুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর