Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৩ বছর বার্ন ইউনিটের সমন্বয়ক থাকছেন ডা. সামন্ত লাল

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২১ ০১:৩২ | আপডেট: ৭ এপ্রিল ২০২১ ০১:৪৮

ঢাকা: দেশের ১৪টি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালী করতে এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য আরও তিন বছরের জন্য এসব বার্ন ইউনিটের সমন্বয়ক হিসেবে থাকছেন ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এই আদেশে বার্ন ইউনিটের সমন্বয়ক হিসেবে তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে।

আদেশে বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে।

একইসঙ্গে ডা. সামন্ত লালের নিয়োগের মেয়াদ তিন বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে মন্ত্রণালয়।

এর আগে, ২০১৫ সালের ৩ এপ্রিল থেকে বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে চুক্তিতে নিয়োজিত আছেন ডা. সামন্ত লাল। টানা ৬ বছর দায়িত্ব পালনের পর আরও তিন বছরের জন্য একই দায়িত্ব পেলেন তিনি।

সারাবাংলা/এসবি/টিআর

ডা. সামন্ত লাল সেন বার্ন ইউনিট বার্ন ইউনিটের সমন্বয়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর