Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেলে চান্স না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ২২:৩৬

ঢাকা: রাজধানীর মুগদায় সাততলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তনিমা রহমান নেহা (২০) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে চান্স পায়নি, সেজন্য আত্মহত্যা করেছেন বলে জানান তার স্বজনরা।

মঙ্গলবার (৬এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ মুগদার বাসায় এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে আটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নেহার বাবা এম মিজানুর রহমান বলেন, ‘নেহা গত ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু অকৃতকার্য হয়। তারপর থেকে আপসেট ছিল সে। ঢাবি ও ডেন্টালে ভর্তির জন্যও চেষ্টা করছিল। কিন্তু ওর মনে কাজ করছিল, কেন সে মেডিকেলে ভর্তি হতে পারল না।’

মিজানুর রহমান জানান, মেডিকেলে ভর্তি হতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে নেহা। তারা দক্ষিণ মুগদায় সাত তলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকে। সন্ধ্যায় সকলের অগোচরে সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

নেহারা এক ভাই এক বোন। সে ছিল ছোট। বড় ভাই সিফাত রহমান এবার কুষ্টিয়া মেডিকেল থেকে এমবিবিএস শেষ করেছে। নেহা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

উপ-পরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস বলেন, ‘মুগদায় ছাদ থেকে লাফিয়ে পড়ে নেহা নামের এক শিক্ষার্থী মারা গেছে। স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আত্মহত্যা চান্স মেডিকেল ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর