Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন-জীবিকা রক্ষায় ওয়ার্কার্স পার্টির ১২ দফা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ২১:৪৬

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া ‘লকডাউনে’ জীবন ও জীবিকা রক্ষায় ১২ দফা দাবি দিয়েছে চট্টগ্রাম জেলা ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি আবু হানিফ এবং সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, ‘করোনাভাইরাসের প্রথম দফা সংক্রমণ শুরুর পর দেশের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। রফতানিসহ বৈশ্বিক বাণিজ্য বাধাগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। অনেক শ্রমিক-কর্মচারি চাকরি হারান। পোশাক কারখানার শ্রমিকদের পাশাপাশি অন্য কল-কারখানার শ্রমিকদেরও আয় আশঙ্কাজনক হারে কমে যায়।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা আরও বলেন, ‘প্রথম দফা লকডাউনের ধকল কাটিয়ে দেশের অর্থনীতির চাকা যখন আস্তে আস্তে সচল হচ্ছে, তখন শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত আয়ের কারণে নিম্ন ও মধ্য আয়ের বিশাল জনগোষ্ঠীর জীবনে নাভিশ্বাস উঠেছে। তাদের পক্ষে দৈনন্দিন খাবার ও ওষুধের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে। একদিকে জীবন বাঁচানোর তাগিদ, আরেকদিকে জীবিকার তাগিদ। সব মিলিয়ে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে ‍উঠেছে।’

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দলটির ঘোষিত ১২ দফা দাবির মধ্যে আছে- সরকারি হাসপাতালে করোনা রোগীর জন্য শয্যাসংখ্যা বাড়ানো ও সরকারিভাবে আইসোলেশন সেন্টার চালু করা, আইসিইউ বেড, হাই ফ্লো নজেল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সচেতন করা, অর্থনীতির গতি সচল রাখা, চিকিৎসা সামগ্রী ও ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখা, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে অতিরিক্ত ফি আদায় বন্ধে মনিটরিং জোরদার করা, শ্রমজীবীদের কর্মস্থলে আসা-যাওয়ার জন্য সরকারি গণপরিবহন চালু রাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে বাধ্য করা, জনসমাগম কঠোরভাবে নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবি’র মাধ্যমে খাদ্যপণ্য বিক্রির পরিমাণ ও আওতা বাড়ানো, দরিদ্র, হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের খাদ্য সহায়তা দেওয়া, নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে প্রয়োজনে সরকারিভাবে খাদ্যপণ্য আমদানি অব্যাহত রাখা, বাজার মনিটরিং জোরদার করা এবং কর্মহীন শ্রমিক-কর্মচারীদের তালিকা করে খাদ্য সহায়তা দেওয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

১২ দফা ওয়ার্কার্স পার্টি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর