Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনও’র নিরাপত্তাকর্মীদের বেতন দেবে উপজেলা নির্বাহী অফিস

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ২০:২১

ঢাকা: উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনে নিরাপত্তা দেওয়ার জন্য কর্মীদের বেতন-ভাতা এখন থেকে ইউএনও কার্যালয় থেকেই বহন করতে হবে। এ সংক্রান্ত একটি চিঠি প্রত্যেক ইউএনও’র কাছে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ১ এপ্রিল পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গত বছরের ৯ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা এ সংক্রান্ত এক সিন্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ৪৯২ উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তার জন্য মোতায়েন করা পিসি বা এপিসি এবং আনসার সদস্যদের বেতন-ভাতা সংক্রান্ত যাবতীয় ব্যয় সরাসরি উপজেলা নির্বাহী কার্যালয় থেকে পরিশোধ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশটি সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুসরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ওই চিঠিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী অধিদফতরের এ বিষয়ে যদি কোনো ভিন্নমত থাকে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাতে ঝিনাইদহ জেলা কমাড্যান্টকে নির্দেশনা দিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসায় ঢুকে দুর্বৃত্তরা হামলা চালায়। এরপর ৪ সেপ্টেম্বর দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন জন্য আনসার ও প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালককে নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই থেকে সকল ইউএনও নিরাপত্তা পাচ্ছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান নিরপত্তাকর্মী বেতন-ভাতা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর