Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কওমিসহ সব মাদরাসা বন্ধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১৯:৩০ | আপডেট: ৬ এপ্রিল ২০২১ ২২:১৪

ঢাকা: এতিমখানা ছাড়া কওমিসহ দেশের সব মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে সরকার।

মঙ্গলবার (৬ এপ্রিল) কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব (মাদরাসা) হাবিবুর রহমানের সই করা এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে সরকার ২২ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নেয়। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনো খোলা রয়েছে, যা বর্তমান কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কওমি মাদরাসাসহ (এতিমখানা ছাড়া) আবাসিক-অনাবাসিক সব মাদরাসা বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছ কারিগরি ও মাদরাসা বিভাগ। এ নির্দেশ পালনে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এই নির্দেশনা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

সারাবাংলা/টিএস/টিআর

কওমি মাদরাসা মাদরাসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর