Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কর্ণফুলী কাঁচাবাজারে ‘করোনা প্রতিরোধ মডেল’ চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১৯:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ব্যস্ততম একটি কাঁচাবাজারকে ‘করোনাভাইরাস প্রতিরোধের মডেল বাজার’ হিসেবে গড়ে তুলছে পুলিশ। ওই বাজারে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সামাজিক দূরত্ব মানাতে ক্রেতাদের দোকানের সামনে দাঁড়ানোর জন্য বৃত্ত এঁকে দেওয়া হয়েছে।

নগরীর ডবলমুরিং থানার উদ্যোগে সিডিএ কর্ণফুলী বাজারে মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘করোনা ভাইরাস প্রতিরোধের বাজার ব্যবস্থাপনা’। নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার মো. আব্দুল ওয়ারিশ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরীর দ্বিতীয় বৃহত্তম এ কাঁচাবাজারে প্রতিদিন প্রায় লাখখানেক মানুষের সমাগম ঘটে। মঙ্গলবার সকালে ওই বাজারে গিয়ে দেখা গেছে, মাস্ক ছাড়া কাউকে বাজারে ঢোকার সময় বাধা দিচ্ছে পুলিশ। তাদের মুখে পুলিশের পক্ষ থেকে মাস্ক লাগিয়ে দেওয়া হচ্ছে। ক্রেতা-বিক্রেতা সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কোনো ক্রেতার কাছে পণ্য বিক্রি না করার জন্য বিক্রেতাদের নির্দেশনা দেওয়া হচ্ছে।

এছাড়া বাজারে আসা সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। হ্যান্ডমাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন নির্দেশনা দিচ্ছে পুলিশ। প্রত্যেক দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে বৃত্ত আঁকার কাজও চলছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘কাঁচাবাজারগুলোতে যেহেতু বেশি মানুষের সমাগম ঘটে, সেখান থেকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। সেজন্য আমরা একটি কাঁচাবাজারকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থাপনার মডেল হিসেবে তৈরি করেছি। আমরা চাই, এই মডেল নগরীর অন্যান্য কাঁচাবাজারগুলোতেও অনুসরণ করা হোক। আমরা সার্বক্ষণিক বাজারে মনিটরিং করব। এছাড়া ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি তদারক করবে বাজার কমিটির নেতারাও।’

বিজ্ঞাপন

কর্ণফুলী বাজারে করোনা প্রতিরোধ কার্যক্রম উদ্বোধনের সময় নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার শ্রীমা চাকমা, কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এ কে এম হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ চৌধুরী ও সহসাধারণ সম্পাদক জাফর আহম্মেদ ছিলেন।

গত বছর করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর চট্টগ্রাম রেলস্টেশনের সামনের চত্বরে এবং প্যারেড মাঠে একই মডেলে কাঁচাবাজার চালু হয়েছিল পুলিশের তদারকি ও ব্যবস্থাপনায়।

সারাবাংলা/আরডি/এমআই

করোনা মডেল বাজার লক ডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর