Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে ইফতার-সেহরির নিষেধাজ্ঞা বাতিলে সরকারকে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১৯:২০ | আপডেট: ৬ এপ্রিল ২০২১ ১৯:২৪

ঢাকা: আসন্ন রমজান মাসে মসজিদে ইফতার ও সেহরি আয়োজনের ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে সরকারকে। নোটিশে মসজিদে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারে সামাজিক দূরত্ব মেনে চলতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনাও বাতিল চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীর মুহাম্মদপুর তাজ জামে মসজিদের খতিব ও মুহাম্মদিয়া জামিয়ার গবেষক মুফতি আবুল খায়ের মুহাম্মদ আযীযুল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম গোলাম মোস্তফা তাজ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

বিজ্ঞাপন

নোটিশ পাঠানো বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী গোলাম মোস্তফা তাজ বলেন, ‘সরকারের ধর্মমন্ত্রী ও ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে মসজিদে সেহরি ও ইফতার আয়োজনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চাওয়া হয়েছে।’

আরও পড়ুন- রমজানে মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না

নোটিশপ্রাপ্তির সাত দিনের মধ্যে সংশ্লিষ্টরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এর প্রতিকার চেয়ে হাইকোর্ট রিট দায়ের করা হবে বলে জানান এই আইনজীবী।

বোখারি, মুসলিম, আবু দাউদ ও নাসায়ি থেকে বিভিন্ন তথ্যসূত্র ব্যবহার করে নোটিশে বলা হয়েছে, সেহরি ও ইফতার রমজান মাসের অন্যতম উপাদান। রোজা রাখার জন্য সেহরি খাওয়ার সুন্নাত। একইভাবে রোজাদারদের প্রতিদিন নির্দিষ্ট সময় হওয়ামাত্রই ইফতার করতে হয়।

বুখারি ও মুসলিম শরিফের রেফারেন্স দিয়ে নোটিশে বলা হয়েছে, হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ইফতারের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আর এটা রমজানের প্রতি রাতেই ঘটে। কাজেই প্রত্যেক সেহরি ও ইফতারের সময় মহান আল্লাহর দরবারে রহমত চেয়ে দোয়া কামনা করতে হবে।

বিজ্ঞাপন

নোটিশকারী নোটিশে বলেন, হাদিসের এসব উদ্ধৃতি থেকে স্পষ্ট যে মসজিদে ইফতার ও সেহরির বিষয়ে বিধিনিষেধ আরোপ বিষয়ে হাদিসের কিংবা শরিয়তের কোনো নির্দেশনা নেই। শরিয়ত অনুযায়ী অসুস্থ ব্যক্তিকে মসজিদে না আসার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কারও অসুস্থতার অজুহাতে জামাতের কাতারে বিধিনিষেধ আরোপ শরিয়তে নেই। সুতরাং ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা ৪ ও ৮ নম্বর শর্ত ইসলাম পরিপন্থী।

নোটিশে আরও বলা হয়, গত ৫ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ আদায় প্রসঙ্গে বলা হয়েছে, কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না। এই নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নেবে। জামাতে নামাজ আদায় করার জন্য কাতারের ক্ষেত্রে এই নির্দেশনা এবং মসজিদে ইফতার ও সেহরির বিষয়ে এ ধরনের বিধিনিষেধ আরোপ শরীয়ত পরিপন্থী।

এর আগে, গতকাল সোমবার (৫ এপ্রিল) মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে পালনীয় নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. শাখাওয়াত হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে ১০ দফা নির্দেশনা দেওয়া হয়।

ধর্ম মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তির ৪ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এবং ৮ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না। এই দুইটি নির্দেশনার বিরুদ্ধেই আইনি নোটিশ পাঠানো হয়েছে সরকারকে।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আইনি নোটিশ কাতারে সামাজিক দূরত্ব টপ নিউজ মসজিদে ইফতারে নিষেধাজ্ঞা মসজিদে সেহেরিতে নিষেধাজ্ঞা