Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামুনুল-‘শিশু বক্তা’কে নিয়ে সমালোচনা করায় বিপাকে প্রধান শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১৮:১৮

সুনামগঞ্জ: জেলার দিরাই উপজেলার হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে সমালোচনা করায় তোপের মুখে পড়েছেন এক স্কুলের প্রধান শিক্ষক। শালিস বসিয়ে হেফাজত নেতাকর্মীরা তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন। এ ঘটনায় উপজেলায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে প্রশাসন।

স্থানীয়রা জানান, গত রোববার সকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে একটি হোটেলে নাস্তা করছিলেন রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসবি গোলাম মোস্তফা। তিনি কথা প্রসঙ্গে মাওলানা মামুনুল হক ও রফিকুল হক মাদানী ধর্মের অপব্যাখ্যা করে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছেন বলে পরিচিতজনদের সতর্ক করেন। এসময় স্থানীয় এক হেফাজত নেতা তার বক্তব্য শুনে উত্তেজিত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমানার অভিযোগ আনেন। এক পর্যায়ে তার সঙ্গে স্থানীয় হেফাজতের নেতাকর্মীরা যোগদেন। এ নিয়ে বাজারে বিক্ষোভ করেন মামুনুল হকের অনুসারীরা।

বিজ্ঞাপন

খবর পেয়ে দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, ওসি আশরাফুল ইসলাম, রফিনগর ইউনিয়ন চেয়ারম্যান রেজোয়ান হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জরুরি সভায় বসেন। সভায় হেফাজতের স্থানীয় অনুসারীরাও যোগ দিয়ে বিক্ষোভ করেন এবং প্রধান শিক্ষক এসবি জয়নাল আবেদিনকে চাকরিচ্যুত করার আহ্বান জানান। এক পর্যায়ে তাদের অনড় অবস্থানের কারণে ও প্রশাসনের অনুরোধে প্রধান শিক্ষক ক্ষমা চান। পরে পরিস্থিতি শান্ত হলেও হেফাজত অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে প্রধান শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে বলে উল্লেখ করে।

বিজ্ঞাপন

পরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি জেনে গতকাল সোমবার (৫ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসককে ফোন দিয়ে ওই শিক্ষকের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক সেই অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করেছেন।

ইউপি চেয়ারম্যান রেজোয়ান হোসেন বলেন, প্রধান শিক্ষক কি বলেছেন আমরা কেউ শুনিনি। হেফাজতের স্থানীয় একজন হুজুর বিষয়টি শুনে অন্যদের অবগত করেন। এতে উত্তেজনা দেখা দেয়। তারা ওই শিক্ষকের চাকরিচ্যুত করারও দাবি জানান। আমরা তাদেরকে অনুরোধ করে নিবৃত্ত করি। পরে প্রধান শিক্ষক তাদের কাছে ক্ষমা চেয়েছেন।

দিরাই থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, খবরটি শুনার পরই আমার ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করি। তবে কিছু লোক প্রধান শিক্ষকের চাকরিচ্যুত ও বিচার দাবি করেছিলেন। আমরা বুঝিয়ে-সুঝিয়ে বিষয়টি শেষ করে দিয়ে এসেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, সোমবার বিকালে বিষয়টি জেনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জেলা প্রশাসককে নির্দেশ দেন ওই শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাকে কেউ অপদস্ত করতে চাইলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাননীয় শিক্ষা উপমন্ত্রী রফিনগরের ওই শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছেন। পরে ওই শিক্ষককে ফোন দিয়ে বলেছি কেউ যদি তাকে হুমকি-ধামকি বা হেনস্তা করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ওই প্রধান শিক্ষকে আমার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন নম্বর দেওয়া হয়েছে। প্রয়োজন হলে যেকোনো সময় ফোন দিতে বলা হয়েছে। প্রত্যেককে বিষয়টি পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে।

সারাবাংলা/এনএস

বিপাকে প্রধান শিক্ষক মামুনু-শিশু বক্তাকে নিয়ে সমালোচনা সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর