Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ছাত্রী ধর্ষণ: প্রধান আসামি মাহফুজের জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১৫:২৪

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলার মূল আসামি মো. মাহফুজুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন। এর ফলে জামিনে মাহফুজের কারা মুক্তি আটকে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৪ জানুয়ারি রাতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মাহফুজুর রহমান রাবির ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা সাঁকোপাড়া এলাকার মেসে নিয়ে যান। সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। সেসময় ধর্ষণের ভিডিও ধারণ করে তার বন্ধু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্লাবন সরকার, রাফসান, জয়, জীবন ও বিশাল।

পরে ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। তাদের দাবিকৃত টাকা না দিলে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই দিন গভীর রাতে ছাত্রীকে ছেড়ে দেয় তারা।

এরপরে ওই বছরের ২৭ জানুয়ারি দুপুরে ধর্ষণের শিকার ছাত্রী মতিহার থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে মাহফুজুর রহমান ও তার দুই বন্ধু প্লাবন সরকার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রাফসানকে গ্রেফতার করে পুলিশ।

ওই মামলায় গত ২৫ মার্চ হাইকোর্ট মাহফুজুর রহমানকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

ধর্ষণ প্রধান আসামি রাবি ছাত্রী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর