ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে স্বস্তিতে বিনিয়োগকারী
৬ এপ্রিল ২০২১ ১৪:৩১ | আপডেট: ৬ এপ্রিল ২০২১ ১৯:২৭
ঢাকা: লকডাউন আতঙ্ক কাটিয়ে দ্বিতীয় দিনের মতো সূচকের বড় উত্থান হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১০৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক বেড়েছে ২৯৭ পয়েন্ট।
আগের দিন সোমবার ডিএসইতে ৮৮ পয়েন্ট এবং সিএসইতে ২৫০ পয়েন্ট সূচক বেড়েছিলো। পর পর দু’দিন পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরেছে।
এর আগে, গত রোববার লকডাউনের খবরে ডিএসই ও সিএসই প্রধান সূচক হারিয়েছিলো যথাক্রমে ১৮১ ও ৫২৪ পয়েন্ট।
মঙ্গলবার (৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৬টি কোম্পানির ১৪ কোটি ৪৬ লাখ ১৭ হাজার ৪৬১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৪০টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ারের দাম।
দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫০৪ কোটি ৪৫ লাখ টাকা। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ২৩৬ কোটি ৬০ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮১ পয়েন্টে উন্নীত হয়।
এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্য সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্টে উন্নীত হয়।
অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮৮ কোম্পানির ৩ কোটি ৯১ লাখ ৪ হাজার ২৮০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির কোম্পানির শেয়ারের দাম।
দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৯৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৬১ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ১৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ১৫০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো।
সারাবাংলা/জিএস/এমও
ঊর্ধ্বমুখী পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ টপ নিউজ ডিএসই পুঁজিবাজারে