Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ভোট চলছে ৫ অঞ্চলে, ভোটার ২০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল ২০২১ ১৪:১৩

ভারতের চার রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিল নাডু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (৬ এপ্রিল) এই নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন ২০ কোটি ভারতীয়। খবর এএনআই।

এদিকে, এমন এক সময়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে যার মাত্র একদিন আগে সোমবার (৫ এপ্রিল) ভারতের ইতিহাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সবগুলো অঞ্চলেই সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।

এর মধ্যে, কেরালা-তামিল নাডু-পুদুচেরির নির্বাচন একদিনেই সম্পন্ন হবে। আসামে মঙ্গলবার হবে তৃতীয় ও চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ। আর পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় এই ভোটের পর আরও পাঁচ দফায় ভোট গ্রহণ চলবে।

তৃতীয় দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ৩১ আসনে ভোট গ্রহণ চলছে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সবগুলো আসনে লড়ছে। সংযুক্ত মোর্চা সাত আসনে প্রার্থী দিয়েছে। আলাদাভাবে সিপিএম ১৩ আসনে এবং বাকি ১১ আসনে জোটসঙ্গী আইএসএফ, এআইএফবি ও আরএসপির প্রার্থীরা লড়ছে।২০১৬ সালে ৩১ আসনের মধ্যে ২৯টিতেই জয় পেয়েছিল তৃণমূল এবং ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছিল তারা।

এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পরই তিন জেলার ৩১ আসনের বুথে বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোটদান চললেও হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে পাশে এক তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম ও ভিভিপ্যাট উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

বিজ্ঞাপন

এর আগে, পশ্চিমবঙ্গে ২৭ মার্চ ও ১ এপ্রিল দুই দফার নির্বাচন কোনো বিঘ্ন ছাড়াই সম্পন্ন হয়েছিল।

অপরদিকে, আসামে ক্ষমতাসীন বিজেপিকে লড়তে হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে। এ রাজ্যে মঙ্গলবার চূড়ান্ত পর্বে ৪০ আসনে ভোট গ্রহণ চলছে। এবার যে আসনগুলোতে ভোট হচ্ছে, ২০১৬র নির্বাচনে ১৫টিতে বিজেপি-এজেপি জোট জয় পেয়েছিল। তাদের তৎকালীন জোট সঙ্গী বিপিএফ পেয়েছিল আট আসন আর কংগ্রেস ১১ ও এআইইউডিএফ ছয় আসনে জিতেছিল।

অন্যদিকে, তামিল নাডু বিধানসভার ২৩৪ আসনের সবগুলোতে মঙ্গলবার এক পর্বেই ভোট গ্রহণ করা হচ্ছে। এদিন প্রতিবেশী কেরালার বিধানসভারও ১৪০ আসনের সবগুলোতে ভোট হচ্ছে। বর্তমানে প্রেসিডেন্ট শাসনে থাকা পুদুচেরি বিধানসভার ৩০ আসনেও ভোট হচ্ছে মঙ্গলবার।

সারাবাংলা/একেএম

আসাম কেরালা টপ নিউজ তামিলনাড়ু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পুদুচেরি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর