শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও ৫ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১১:১৬
৬ এপ্রিল ২০২১ ১১:১৬
নারায়ণগঞ্জ: জেলার সদর মডেল থানার কয়লা ঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি লাইটার জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় আরও ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন ৩ জনের লাশ ও পুলিশ ২ জনের লাশ উদ্ধার করে। এ নিয়ে লাশের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এসময় স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের বাতাস ভারী হয়ে ওঠে।
উল্লেখ, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এমভি রাবিতা আল হাসান নামে লঞ্চটি নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে ৫টা ৫৬ মিনিটে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছলে একটি কার্গো জাহাজের ধাক্কায় সেটি উল্টে যায়। দুর্ঘটনায় অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলে অধিকাংশ যাত্রী নিখোঁজ ছিলেন।
সারাবাংলা/এমও