Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনবাগে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ এপ্রিল ২০২১ ০৮:৩৮

নোয়াখালী: সেনবাগে নিখোঁজ হওয়ার তিনদিন পর খালের পাশ থেকে পুলিশ এক শিশুর লাশ উদ্ধার করেছে। নিহত মিজানুর রহমান আশরাফুল (৬) উপজেলার বাবুপুর শ্রীপুর গ্রামের মীর বাড়ির আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের তেলিপুকুর খালের পাশ থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।

এর আগে, সেনবাগের কাদরাপুর ইউনিয়নের নজরপুর গ্রামের তার নানার বাড়িতে মাসহ বেড়াতে এসে গত (২ এপ্রিল) নিখোঁজ হয় আশরাফুল। এ ঘটনায় একইদিন সন্ধ্যায় তার পিতা সেনবাগ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে খালের পাশে ধানক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। স্থানীয় হামিদ নামে এক ব্যক্তি সন্ধ্যার আশরাফুলের লাশ দেখে এলাকাবাসীকে খবর দেন।

ওসি মৃধা আরো বলেন, পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ শিশুর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর