Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামালকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ২৩:১৭ | আপডেট: ৬ এপ্রিল ২০২১ ০০:৪৫

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেলকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ এমরান সালেহ প্রিন্স সারাবাংলাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের দফতর থেকে (নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়) থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উনার (মারুফ কামাল খান সোহেল) অব্যহতিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। চেয়ারপারসনের কার্যালয় উনাকে বিষয়টি অবহিত করবেন।’

‘উনাকে (মারুফ কামাল খান সোহেল) অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি আদিষ্ট হয়ে উনাকে অ্যাবহতির বিষয়টি পত্রের মাধ্যমে জানিয়েছি’— বলেন এমরান সালেহ প্রিন্স।

২০০১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর মারুফ কামাল খান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। পরে খালেদা জিয়া সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হলে মারুফ কামাল খান তার প্রেস সেক্রেটারি হন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় মারুফ কামাল খানও আসামি হয়েছেন। ২০১৮ সালে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর তিনিও আত্মগোপনে চলে যান।

মারুফ কামাল খান সোহেল ২০০৭ সালে দৈনিক দিনকালের বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাংবাদিকতার দীর্ঘ সময়ে তিনি দিনকাল ছাড়া দৈনিক দেশ, যায় যায় দিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নিজের একাউন্টে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে এবং দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে সমালোচনামূলক মতামত পোস্ট করেন মারুফ কামাল খান সোহেল। বিষয়টি নিয়ে দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমআই

আদালতকে খালেদা টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর