Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্যাংক নির্মাণের সময় মাটি ধসে শ্রমিক নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৫:৩০ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ২১:০৯

মেহেরপুর: মেহেরপুর শহরের ওয়াপাদা পাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ট্যাংক নির্মাণের সময় মাটি ধসে ভনু মন্ডল (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

ট্যাংক নির্মাণের সময় মাটি ধসে শ্রমিক নিহত, আহত ৪

সোমবার (৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভনু মন্ডলের বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়ারপুর গ্রামে। আহতরা হলেন— দারিয়াপুর গ্রামের মোমিনুল ইসলাম (৩৫), যাদু মিয়া (৩৫), আজমত আলী (৫৫) ও ফজলুর রহমান (৪৪)।

আহত শ্রমিকদের অভিযোগ, মাটি ধসের আশঙ্কায় তারা কাজ বন্ধ করে দিয়েছিলেন। পরে বাড়ির মালিক তাদের জোর করে কাজ করতে বাধ্য করেন। শেষ পর্যন্ত তাদের আশঙ্কা সত্যি হয়ে ট্যাংকটি ধসে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি এনজিওর নির্বাহী পরিচালক আবু জাফর বাড়ি নির্মাণ কাজ করছিলেন। ভবনের ভিত্তি ঢালাইয়ের পর ট্যাংক নির্মাণের কাজ চলছিল। সেখানে কয়েকদিন ধরে কাজ করছিলেন ওই পাঁচ শ্রমিক। দুপুরে ট্যাংক নির্মাণের গর্ত খোঁড়ার সময় মাটি ধসে পাঁচ শ্রমিক চাপা পড়েন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা চাপা পড়া মাটি সরিয়ে পাঁচ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে ভনু মন্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত বাকি চার জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

সারাবাংলা/টিআর

ট্যাংক নির্মাণ নির্মাণাধীন ভবন মাটি ধস শ্রমিক নিহত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর