চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৮:৫১ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ১৮:৫২
৫ এপ্রিল ২০২১ ১৮:৫১ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ১৮:৫২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ৩৯৫ জনের মৃত্যু হল।
রোববার সকাল থেকে সোমবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত করোনার সংক্রমণের সর্বশেষ ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি করা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩০৭ জন রোগী পাওয়া গেছে। এদের মধ্যে শহরের ২৮০ জন। বিভিন্ন উপজেলায় পাওয়া গেছে আরও ২৭ জন। সংক্রমণ হার সাড়ে ১৭ দশমিক ৬৬ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, করোনায় আক্রান্ত হয়ে নগরীতে একজন এবং উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪১ হাজার ৮০৭ জন। এর মধ্যে মারা গেছেন ৩৯৫ জন।
সারাবাংলা/আরডি/এমআই