কর্মস্থলেই থাকতে হবে নিম্ন আদালতের বিচারক-কর্মকর্তারা
৫ এপ্রিল ২০২১ ১৬:৪০ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ২০:৫৮
ঢাকা: করোনা ঠেকাতে সরকারের জারি করা সাত দিনের ‘বিধিনিষেধ’ চলাকালে অধস্তন আদালতে কর্মরত সব বিচারক এবং আদালতের কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতির আদেশক্রমে রোববার (৪ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে এবং অন্যান্য সকল অধস্তন আদালত, ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ওই সময়ে অধস্তন আদালতে কর্মরত সব বিচারক এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সারাবাংলা/কেআইএফ/এমআই