Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমিত পরিসরে চলছে নিম্ন আদালত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৪:১৯

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সারাদেশে সাত দিনের জন্য চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এসময়ে নিম্ন-আদালতে কর্মরত সকল বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

এ সংক্রান্ত এক সভা শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে গত ৪ এপ্রিল রাতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে এবং অন্যান্য সকল অধস্তন আদালত/ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। এই সময়ে অধস্তন আদালতে কর্মরত সকল বিচারক এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

সারাবাংলা/এআই/এসএসএ

নিম্ন আদালত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর