পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে, ৮ এপ্রিল থেকেই দ্বিতীয় ডোজ
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৩:৫৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ১৭:৪৬
৫ এপ্রিল ২০২১ ১৩:৫৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ১৭:৪৬
ঢাকা: আগামী ৮ এপ্রিল থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। প্রথম ডোজ দেওয়া শেষ হবে ৬ এপ্রিল।
সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। আগামী ৮ এপ্রিল থেকে করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করা হবে। আর ৬ তারিখ হবে প্রথম ডোজের শেষ।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৮ এপ্রিল থেকেই সেকেন্ড ডোজ ভ্যাকসিন প্রয়োগ শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/জেআর/এএম