Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চডুবিতে ২৬ জনের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সচিবের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৩:৫৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ১৪:০২

ঢাকা: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে ২৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীও পৃথকবার্তায় এই দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন।

লঞ্চের ভেতর থেকে আরও ২১ লাশ উদ্ধার

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জের লঞ্চঘাটে ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছালে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। সেখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। পরে ডুবে যাওয়া লঞ্চের ভেতর থেকে আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

নৌপরিবহন প্রতিমন্ত্রী লঞ্চডুবি শোক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর