Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৩:৪০ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ২০:৫৮

ঢাকা: রমজান মাসে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। আর রমজানে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সময়সূচি ঠিক করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সেখানে বলা হয় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এই সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

সুপ্রিম কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে ইসলাম ধর্মালম্বীদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।

সারাবাংলা/জেআর/এমও

অফিস সময় টপ নিউজ রমজান মাস

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর