Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএর সভাপতি হচ্ছেন ফারুক হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৩:২৮

ঢাকা: তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরবর্তী সভাপতি হচ্ছেন সম্মিলিত পরিষদের নেতৃত্ব দেওয়া জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান।

তার প্যানেল ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়েছে। অপর প্যানেল এবিএম সামছুদ্দিনে নেতৃত্ব দেওয়া ফোরাম ১১ পরিচালক পদে বিজয়ী হয়েছে।

রোববার (৪ এপ্রিল) রাত সাড়ে ১২ বিজিএমইএর ২০২১-২৩ মেয়াদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

প্রায় দশ ঘণ্টার ভোটে সংগঠনটির ঢাকা ও চট্টগ্রামের ৮৬ শতাংশ ভোটার বা ১ হাজার ৯৯৬ জন নিজেদের রায় দিয়েছেন। সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। রাত সাড়ে ১২টার দিকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ীদের তালিকা প্রকাশ করে সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড।

সর্বোচ্চ ১ হাজার ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ফারুক হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফোরামের প্রার্থী বিজিএমইএর বর্তমান সভাপতি ড. রুবানা হক। তার ছেলে নাভিদুল হক বিজয়ী হয়েছেন। তবে ফোরামের দলনেতা এ বি এম সামছুদ্দিন ৯০৪ ভোট পেয়ে হেরেছেন।

ঢাকায় সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন, ফারুক হাসান, এস এম মান্নান, আরশাদ জামাল, শহীদউল্লাহ আজিম, শেহরীন সালাম, আসিফ আশরাফ, মহীউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, খসরু চৌধুরী, আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশীদ, রাজীভ চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাছির উদ্দিন ও সাজ্জাদুর রহমান মৃধা। ঢাকায় ফোরামের বিজয়ীরা হলেন-রুবানা হক, এম এ রহিম, মাহমুদ হাসান খান, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, ভিদিয়া অমৃত খান, ইনামুল হক খান, মিজানুর রহমান।

বিজ্ঞাপন

চট্টগ্রামে সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তানভীর হাবিব, এ এম শফিউল করিম, মো. হাসান, এম আহসানুল হক, রকিবুল আলম চৌধুরী, মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা। আর ফোরামের বিজয়ীরা হলেন মো. এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আবদুস সালাম।

বিজয়ী পরিচালকেরা আগামী ১৬ এপ্রিল সভাপতি ও সাতজন সহসভাপতি নির্বাচিত করবেন। তারপর সবকিছু ঠিক থাকলে ২০ এপ্রিল আগামী দুই বছরের নতুন কমিটি বিজিএমইএর দায়িত্ব নেবে।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোববার (৪ এপ্রিল) তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ নির্বাচনে এবার ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৩১৪। এর মধ্যে ঢাকার ভোটার ১৮৫৩ জন ও চট্টগ্রামের ৪৬১ জন। তবে ভোট দিয়েছেন ১ হাজার ৯৯৬ জন।

সারাবাংলা/ইএইচটি/একে

টপ নিউজ বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর