Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চের ভেতর থেকে আরও ২১ লাশ উদ্ধার

সারাবাংলা ডেস্ক
৫ এপ্রিল ২০২১ ১৩:২০ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ১৪:৫৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চের ভেতর থেকে আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ২৬ জনের লাশ উদ্ধার করা হলো। ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন এসব লাশের পরিচয় শনাক্তের কাজ করছে। পরিচয় শনাক্ত হওয়ার পর এসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার (৫ এপ্রিল) উদ্ধার কার্যক্রম সমাপ্তির ঘোষণা দিয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এসব তথ্য জানান।

দুর্ঘটনার কারণ হিসেবে অসতর্কতা ও অবহেলাকে দায়ী করে গোলাম সাদেক বলেন, লঞ্চটিকে ধাক্কা দেওয়া বাল্কহেড জাহাজটি শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, দীর্ঘ এই উদ্ধার অভিযানে কাজ করেছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, নৌবাহিনী ও জেলা প্রশাসন।

এর আগে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জের লঞ্চঘাটে ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছালে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলে অধিকাংশ যাত্রী লঞ্চের ভেতরে আটকা পড়েন। এরপর সেখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও দুর্জয় দিয়ে উদ্ধার কাজ শুরু হয়। সরু চ্যানেল ও নোংরা পানির কারণে উদ্ধার অভিযান বেশ কষ্টসাধ্য ছিল বলে জানিয়েছেন গোলাম সাদেক।

সারাবাংলা/এএম

টপ নিউজ শীতলক্ষ্যায় লঞ্চডুবি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর