Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৩:২৪

ঢাকা: সিরাজুল হক (৫৬) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সোমবার (৫ এপ্রিল) ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ফয়সাল জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মৃত সিরাজুল হকের স্ত্রী সুরাইয়া হোসেন জানান, তারা শ্যামলি ২ নম্বর রোডের ১২-ঠ নম্বর নিজেদের বাসায় থাকেন। গত ২৮ মার্চ সন্ধ্যায় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাকে গ্রেফতার করে। এরপর ৬ মাসের কারাদণ্ড দেন। এরপর থেকেই কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। এরপর দুইবার তার সঙ্গে দেখাও করেছিলাম।

তিনি আরও বলেন, ‘এস্টোন করপোরেশনের মালিক ছিলেন তিনি। তার ওষুধের দোকানও রয়েছে। তিনি ডায়াবেটিকসের রোগী ছিলেন।’

সারাবাংলা/এসএসআর/এমও

কয়েদির মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর