Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৫ জনের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ০৯:১২

মুন্সীগঞ্জ: নারায়ণগঞ্জের মদনগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির পর সেখান থেকে এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুবে যাওয়া এম এল সাবিত আল হাসান নামের লঞ্চটির বেশির ভাগ যাত্রী ছিলেন মুন্সীগঞ্জের।

এর আগে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জের লঞ্চঘাটে ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছালে একটি কার্গো জাহাজ লঞ্চের ওপর দিয়ে চলে যায়। এতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলে অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, শীতলক্ষ্যা নদীর নির্মাণাধীন সেতুর কাছাকাছি একটি কার্গো জাহাজ ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যায়। নির্মাণাধীন সেতু থাকার কারণে অনেকের জীবন রক্ষা হয়েছে।

 

সারাবাংলা/এএম

শীতলক্ষ্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর