Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামুনুলকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ০৮:৩৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ১২:৪৩

সুনামগঞ্জ: তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করায় উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমাদ আহমেদ জয় নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) দুপুরে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদারের নেতৃত্ব তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে।

ওসি আব্দুল লতিফ বলেন, এমাদকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাহিরপুরের সকল আলেমা সমাজের নেতৃবৃন্দের সঙ্গে থানায় মতবিনিময় করা হয়েছে। এ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিজ নিজ অবস্থান হতে সবাই সহযোগিতা করবেন বলে আশস্ত করেছেন।

সারাবাংলা/এএম

টপ নিউজ মামুনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর