Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ০০:৩৭

প্রতীকী ছবি

বগুড়া: দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশু মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের বাড়ি শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরিয়া গ্রামে। তিনি সরকারি আজিজুল হক কলেজের সাবেক শিক্ষার্থী। কলেজ সংলগ্ন জামিলনগর এলাকার একটি ছাত্রাবাসে থেকে চাকরির সন্ধান করছিলেন তিনি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিন সারাবাংলাকে বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্য থেকে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/একেএম

দুর্বৃত্তের ছুরিকাঘাত বগুড়া যুবকের মৃত্যু সরকারি আজিজুল হক কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর