Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে লোডশেডিংয়ের তথ্য আগেই জানতে পারবেন গ্রাহক

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ২২:৩৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ০৪:৩৯

ঢাকা: আসছে রমজানে গ্রাহকরা লোডশেডিংয়ের আগাম তথ্য পাবেন। আর সে তথ্য মিলবে শুধুমাত্র ইফতার, সেহরি এবং তারাবির নামাজের সময়।

রোববার (৪ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা এবং বৃদ্ধি করা, পিক আওয়ারে (সান্ধ্যকালীন) চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ইফতার, তারাবির নামাজ ও সেহরি সময়ে লোডশেডিং না করা, করার প্রয়োজন হলে পূর্বেই লোডশেডিং সম্পর্কে জনসাধারণকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও সিদ্ধান্ত নেওয়া হয়, টেকনিক্যাল বা অন্য কোন কারণে যেন লোডশেড না হয় সে দিকে সজাগ থাকা, সব বিতরণ সংস্থা বা কোম্পানিকে ওভারলোডেড ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিস্থাপন করতে হবে এবং স্টোরে পর্যাপ্ত ট্রান্সফরমার মজুদ রাখা।

সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের চাহিদা, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নিয়ে নাতিদীর্ঘ পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সেখানে বলা হয়, চলতি গ্রীষ্মকালে পিক আওয়ারে ১৪,৩০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে এবং গ্যাসের সম্ভাব্য চাহিদা ১৫৫০ এমএমসিএফডি হতে পারে।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আমাদের সক্ষমতা থাকলেও অহেতুক বিদ্যুৎ অপচয় করা যাবে না। যারা বিদ্যুৎ উৎপাদন বা অন্যান্য জরুরি কাজে নিয়োজিত তাদের দ্রুত করোনার টিকা নিতে হবে।’

বিজ্ঞাপন

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিল সংক্রান্ত গ্রাহক হয়রানি যেন না হয়। ওভার লোডের সমস্যা দ্রুত সমাধান করতে হবে। বিতরণ কার্যক্রমে গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।’

ভার্চুয়াল এই সভায় অন্যদের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মে. জে. মঈন উদ্দিন (অব.), পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আব্দুল ফাত্তাহ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের দফতর প্রধানরা যুক্ত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমও

গ্রাহক রমজান লোডশেডিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর