Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রাথমিক ও কিন্ডারগার্টেনের শিক্ষকরা বাড়িতে থাকবেন’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৯:৩৮

ঢাকা: করোনা সংক্রমণ কমাতে নতুন করে দেওয়া ‘কঠোর বিধিনিষেধ’র কারণে এক সপ্তাহ সরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেনের শিক্ষকদের বাড়িতে অবস্থান করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত আসার যে নির্দেশনাটি ছিল সেটি এখন বাতিল বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

রোববার (৪ মার্চ) সারাবাংলাকে তিনি জানান, ‘এ সংক্রান্ত এক নির্দেশনা অধিদফতর আজই জারি করবে। শিক্ষকদের আর বিদ্যালয়ে যেতে হবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কঠোর বিধিনিষেধ আরোপের বিজ্ঞপ্তি আমরা দেখেছি। সতর্কতার জন্য শিক্ষকদের ঘর থেকে বের হতে বারণ করব আমরা। শিক্ষকদের বিদ্যালয়েও যেতে হবে না। শিক্ষার্থীরাও যেন এই সময়ে ঘরে অবস্থান করে। এই সতর্কতাটা মেনে না চললে করোনার ঝুঁকি আরও বাড়বে।’

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রাখার পর গেল এক মাসে বিদ্যালয় খোলার সবধরনের প্রস্তুতি সেরে রেখেছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে নতুন করে সংক্রমণ বাড়ায় বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত আরও দীর্ঘ হলো।

সারাবাংলা/টিএস/পিটিএম

কিন্ডারগার্টেন প্রাথমিক বাড়ি শিক্ষক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর