Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৮:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ৩৯৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল থেকে রোববার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত করোনার সংক্রমণের সর্বশেষ ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি করা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ২৩২ জন রোগী পাওয়া গেছে। এদের মধ্যে শহরের ২১৯ জন। সংক্রমণ হার সাড়ে ১৩ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, মৃত চারজনের মধ্যে একজন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে, একজন আগ্রাবাদের মা ও শিশু জেনারেল হাসপাতালে এবং অপর দু’জন বেসকারি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আবদুর রব সারাবাংলাকে জানান, জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত দু’জন রোগী মারা গেছেন। সিভিল সার্জনের কার্যালয়ের তালিকায় একজনের তথ্য এসেছে। আরেকজনের তথ্য পরবর্তী ২৪ ঘণ্টার প্রতিবেদনে সংযুক্ত হবে।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪১ হাজার ৫০০জন। এর মধ্যে মারা গেছেন ৩৯৩জন।

সারাবাংলা/আরডি/এমও

করোনাভাইরাস চট্টগ্রামে করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর