ব্যাংক লেনদেন ১০টা থেকে সাড়ে ১২টা
৪ এপ্রিল ২০২১ ১৭:৪১ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১৯:৪৫
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংক লেনদেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এর আগে রোববার (৪ এপ্রিল) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এক সপ্তাহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করা হয়।
এসব নির্দেশনায় সারাদেশে গণপরিবহন বন্ধ রাখতে বলা হয়েছে, সরকারি-ব্সেরকারি অফিস সীমিত পরিসরে চালু রাখতে বলা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে কাঁচাবাজার। সোমবার (৫ এপ্রিল) ভোর ৬টা থেকে পরবর্তী রোববার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত এসব নির্দেশনা কার্যকর থাকবে।
সারাবাংলা/এসবি/এসএসএ