Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৭:৩১

জয়পুরহাট: জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু হোসেন সিএসপি (৩২) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। রোববার (৪ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবু হোসেন সদর উপজেলার ভেটি এলাকার আসাদ মিয়ার ছেলে। তিনি পৌর শহরের পূর্ব বাজারে চায়ের দোকান করতেন।

ওসি আলমগীর জাহান জানান, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকা অতিক্রম করছিল। এসময় ওই আবু হোসেন হঠাৎ করে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায় ।

ওসি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আত্নহত্যা করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ব্যাপারে রেলওয়ের জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সারাবাংলা/এসএসএ

জয়পুরহাট যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর