Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হেফাজতের তাণ্ডবের ছবি ও ভিডিও ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করেছি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৫:১৮

ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে হেফাজত ইসলামের তাণ্ডবের পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে। আমরা ছবি ও ভিডিও ফুটেজ দেখে সবগুলোকে শনাক্ত করেছি এবং করছি। আমরা কাউকে বাদ দেবো না।

রোববার (৪ এপ্রিল) সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল শনিবার নারায়ণগঞ্জের একটি রিসোর্টে মামুনুল হক একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন। টিভিতে সুন্দরভাবে ওই মহিলা সম্পর্কে তথ্য দেখানো হয়েছে। মামুনুল হক নিজের মুখেই স্বীকার করেছেন ওই মহিলা তার স্ত্রী নন। সেগুলো তদন্ত করে আরও জেনে সবাইকে জানাবো।

বিজ্ঞাপন

তিনি বলেন, শনিবারের এই ঘটনার পর নারায়ণগঞ্জের রিসোর্ট কার আহ্বানে কেন রিসোর্টকে ভাঙচুর করল সেটা আমাদের জানা নেই। সেখানে বিদেশি কয়েকজন ছিল। পুলিশ এবং বিজিবি গিয়ে সেই বিদেশিদের রক্ষা করেছে।

তিনি বলেন, হেফাজতের একজনকে দেখলাম ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে হাঁটছেন। তাকে গ্রেফতার করা হয়েছে। একজনকে দেখেছি পিস্তল উঁচিয়ে ফায়ার করছে। আমরা সবগুলোকে শনাক্ত করেছি এবং করছি। আমরা কাউকে বাদ দেবো না।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

টপ নিউজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর