ছত্তিশগড়ে অভিযান: নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যের মৃত্যু
৪ এপ্রিল ২০২১ ১৫:১৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১৫:১৯
ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর এবং নারায়ণপুর জেলায় মাওবাদীবিরোধী পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়াও, ওই বিশেষায়িত বাহিনীর একজন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।
এ ব্যাপারে রাজ্য পুলিশের মহাপরিচালক (নকশাল দমন) অশোক জুনেজা জানিয়েছেন, শনিবার (৩ এপ্রিল) নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টারের ঘটনায় মোট আট পুলিশ সদস্য মারা গেছেন। নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাসে বিস্ফোরণের পর ১৪ সদস্যের মৃত্যু হয়েছিল।
I bow to the sacrifices of our brave security personnel martyred while fighting Maoists in Chhattisgarh. Nation will never forget their valour. My condolences are with their families. We will continue our fight against these enemies of peace & progress. May injured recover soon.
— Amit Shah (@AmitShah) April 4, 2021
এদিকে, ওই বিস্ফোরণের সঙ্গে জড়িতদের ধরতে শনিবার ২০০০ নিরাপত্তা বাহিনীর সদস্য মিলে ছত্তিশগড়ের বিজাপুর এবং সুকমা জেলার জঙ্গলে মাওবাদীদের ঘাঁটি লক্ষ্য করে অভিযান শুরু করে। দুপুর ১২টায় মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় শুরু হওয় এবং তিন ঘণ্টা স্থায়ী ওই বন্দুকযুদ্ধে উভয়পক্ষের প্রাণহানি ঘটে।
My thoughts are with the families of those martyred while fighting Maoists in Chhattisgarh. The sacrifices of the brave martyrs will never be forgotten. May the injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) April 3, 2021
এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সঙ্গে আলোচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
The killing of the security personnel while battling Maoist insurgency in Chhattisgarh is a matter of deep anguish. My condolences to the bereaved families. The nation shares their pain and will never forget this sacrifice.
— President of India (@rashtrapatibhvn) April 4, 2021
এছাড়াও পৃথক পৃথক টুইটার বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অভিযানে মারা যাওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপারে শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
সারাবাংলা/একেএম
২২ মৃত্যু অমিত শাহ ছত্তিশগড় টপ নিউজ নরেন্দ্র মোদি মাওবাদীবিরোধী অভিযান