Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার থেকে বন্ধ গণপরিবহন: যোগাযোগমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১১:৫৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১৩:৫১

ওবায়দুল কাদের। ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের অংশ হিসেবে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে রাজধানীসহ সারাদেশের গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৪ এপ্রিল) নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি দেওয়া নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পঁচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র ও গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও প্রায় একই কথা জানান।

সারাবাংলা/এনআর/এএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর