তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা: মৃত্যু বেড়ে ৫৪
৪ এপ্রিল ২০২১ ০৯:১৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১২:১৮
তাইওয়ানে এক ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও শতাধিক যাত্রী আহত অব অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ তথ্য জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট।
এর আগে, শুক্রবার (২ এপ্রিল) ৫০০ যাত্রী নিয়ে রেললাইন মেরামতের যানকে ধাক্কা দিয়ে আটটি বগিসহ যাত্রীবাহী ট্রেন টানেলের মুখে গিয়ে আছড়ে পড়ে। ট্রেনটি রাজধানী তাইপে থেকে তাইতুং যাচ্ছিল। দেশটির বার্ষিক এক সপ্তাহের ছুটিতে ভ্রমণকারীদের বহন করছিল ওই ট্রেনটি।
তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দুর্ঘটনা তিন দশকের মধ্য তাইওয়ানের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২০১৮ সালে উত্তর তাইওয়ানে এক ট্রেন দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন ১৭৫ জন।
এদিকে, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক নারী তাইওয়ানের স্থানীয় গণমাধ্যম ইউডিএনকে বলেন, হঠাৎ প্রবল এক ঝাঁকুনিতে তারা কেঁপে উঠেছিলেন। এরপর হঠাৎ করে নিজেকে মেঝেতে আবিষ্কার করেন ওই নারী। পরে জানালার কাঁচ ভেঙে তিনি ট্রেনের ছাদ বেয়ে বেরিয়ে এসেছেন।
ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার শিকার ট্রেনের যাত্রীদের অধিকাংশই পর্যটক। তারা টুম্ব সুইপিং ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছিলেন। এই উৎসবে মূল প্রত্যেকে তার পরিবারের সদস্য ও স্বজনদের সমাধিস্থল পরিদর্শন করেন এবং মৃতদের আত্মার শান্তিকামনা করে থাকেন।
সারাবাংলা/একেএম