Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনার প্রেসিডেন্ট করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২১ ০৮:৫৭ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১২:২৯

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অল্প জ্বর থাকলেও তার মনোবল চাঙ্গা রয়েছে বলে তিনি নিজেই এক টুইটার বার্তায় জানিয়েছেন। খবর রয়টার্স।

শনিবার (৩ এপ্রিল) জন্মদিন উপলক্ষে এক টুইটে আলবার্তো জানান, এই খবর ছাড়াই জন্মদিন পার করতে ভালো লাগতো তার, তার শারীরিক অবস্থা ভালো আছে।

চলতি বছরের প্রথমদিকে তিনি রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি শরীরে নিয়েছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এদিকে, কোভিড-১৯ প্রটোকলের অধীনে আইসোলেশনে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট।

অন্যদিকে, রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট তার উদ্দেশ্যে বিবৃতিতে বলেছে, স্পুটনিক-ভি সংক্রমণের বিরুদ্ধে ৯১ দশমিক ছয় শতাংশ কার্যকর এবং গুরুতর করোনাভাইরাসের বিরুদ্ধে শতভাগ কার্যকর। সংক্রমণ নিশ্চিত হলে ভ্যাকসিনটি কোনো গুরুতর লক্ষণ ছাড়াই দ্রুত আরোগ্য নিশ্চিত করবে।

এছাড়াও, স্পুটনিক-ভি ভ্যাকসিন উৎপাদনকারী গামালিয়া ইনস্টিটিউট আর্জেন্টিনা প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করেছে।

মহামারির বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মাত্রার লকডাউনে আছে আর্জেন্টিনা। দেশটিতে কোভিড-১৯ এ ৫৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটির ছয় লাখ ৮২ হাজার ৮৬৮ জন নাগরিকের ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে বৃদ্ধ এবং স্বাস্থ্য কর্মীরা অগ্রাধিকার পেয়েছেন বলে সরকার জানিয়েছে।

সারাবাংলা/একেএম

আর্জেন্টিনার প্রেসিডেন্ট কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস

বিজ্ঞাপন

পিএসএলে দল পেলেন লিটন-রিশাদও
১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫০

আরো

সম্পর্কিত খবর