মহানন্দা নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
৩ এপ্রিল ২০২১ ২২:৫১ | আপডেট: ৩ এপ্রিল ২০২১ ২২:৫৭
চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে মাহফুজুর রহমান বাপ্পি (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের মহানন্দা নদীর শ্মশানঘাট এলাকায় গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
বাপ্পি রাজশাহী গোদাগাড়ী উপজেলার মহনপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মউনউদ্দিনের ছেলে। সে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।
মৃত বাপ্পির মামা ফরহাদ আলী জানান, শনিবার দুপুর প্রায় ২টার দিকে আত্মীয়দের সাথে মহানন্দা নদীর শ্মশানঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুজি করে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। পড়ালেখা করার জন্য গত বছর থেকে মামার বাড়ি গোমস্তাপুরের বাজারপাড়া গ্রামে থাকত সে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক জাহিদ হোসেন জানান, বাবা-মা ও মামার কোনোপ্রকার অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এমও