হাতিরঝিলে নারীর মৃত্যু: স্বামীকে আটক
৩ এপ্রিল ২০২১ ২২:৫১ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ০১:০৮
ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ঝিলিক আলম (২৩) নামে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে গাড়ি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া সেই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সাকিব আলম। এ ঘটনায় ঝিলিকের মা তাহমিনা হোসেন আসমা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, শাশুড়ী সৈয়দা আলম, শ্বশুড় জাহাঙ্গীর আলম, ননদ টুকটুক আলম ও দেবর ফাহিম আলম।
শনিবার (৩ এপ্রিল) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী সাকিব আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বামীর দাবি সড়ক দুর্ঘটনায় মৃত্যু, শরীরে নেই আঘাতের চিহ্ন
তিনি বলেন, ‘এ ঘটনাটি শুরু থেকেই সন্দেহ করা হচ্ছিল। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে তথ্যের গড়মিল পেয়ে আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। এক পর্যায়ে সিসিটিভি ক্যামেরা থেকে ধরা পড়ে ঝিলিক সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। তাকে শ্বশুড়বাড়ির সবাই মিলে খুন করেছে। ঘটনার বিষয়ে সবাই জানত।’
তিনি আরও বলেন, ‘সিসিটিভির ফুটেজে দেখা যায়, গুলশানে নিজের বাসভবন থেকে ঝিলিকের লাশ বের করা হচ্ছে। চার জন মিলে ঝিলিকের নিথর দেহ ভবন থেকে সিঁড়ি দিয়ে নামিয়ে গাড়িতে তুলছেন। পরে তার স্বামী সাকিব আলম বের হয়ে গাড়িতে ওঠেন।’
তিনি বলেন, ‘এর কিছুক্ষণ পরেই হাতিরঝিলে আমবাগান এলাকায় দুর্ঘটনার শিকার হয় প্রাইভেট কারটি। এই দুর্ঘটনা ঢামেক হাসপাতালে যাওয়ার সময় ঘটে বলে দাবি করেন সাকিব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকিব সড়ক দুর্ঘটনার কথা জানালেও কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনার কোনো আলামত ঝিলিকের শরীরে খুঁজে না পেয়ে ঝিলিকের মৃত্যু নিয়ে সন্দেহ করেন। পরে পুলিশের ঢামেক ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি বলেন চিকিৎসকরা।’
এরপরই তদন্তে নামে পুলিশ। পুলিশ জানায়, ঝিলিকের হাতে, পায়ে এবং গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।
ঝিলিকের মায়ের দাবি, ঝিলিকের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিল তার শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় ঘটেছে এ হত্যাকাণ্ডের ঘটনা।
সারাবাংলা/ইউজে/এমআই