Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে দলবেঁধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২১ ২০:১০

পটুয়াখালী: জেলার বাউফলে তিন সন্তানের জননী এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বিকালে ওই গৃহবধূ অজ্ঞাতনামা তিন জনকে অভিযুক্ত করে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাত দশটার দিকে ওই গৃহবধূ নির্বাচনি প্রচারণা শেষে নিজ বাড়িতে ফিরছিল। পথে তিন জন তার চোখ ও মুখ বেঁধে ধর্ষণ করে। এসময় তাকে বিলের মধ্যে ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। চোখ এবং হাত পা বাঁধা থাকায় ওই গৃহবধূ কাউকে চিনতে পারেনি।

বিজ্ঞাপন

পরে সকালে স্থানীয় ইউপি সদস্য দুলাল ও নিলুফা বেগম তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আল মামুন জানান, তদন্তপূর্বক আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমও

দলবেঁধে ধর্ষণ বাউফল থানা