Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত হয়ে ২ শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২১ ১৮:০১

পটুয়াখালী: পটুয়াখালীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত শিক্ষকদের নাম মোস্তাফিজুর রহমান (৬৫) ও ইসমাইল হোসেন (৭৫)। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোস্তাফিজুর রহমানের ও ইসমাইল তালুকদার নিজ বাড়িতে মারা যান। জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মৃত মোস্তাফিজ গলাচিপার কালিকাপুর নুরিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসমাইল কলাপাড়ার মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ডা. জাহাঙ্গীর আলম শিপন জানান, এই দুই জন শিক্ষকসহ জেলায় করোনায় মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮১৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭১০ জন। হোম আইসোলেশনে আছেন ৬২ জন ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাঁচ জন।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস পটুয়াখালী শিক্ষকের মৃত্যু

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর