Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলমা নদী থেকে উঠছে গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২১ ১৮:০২

সুনামগঞ্জ: জেলার ধর্মপাশা উপজেলার পাকইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রামের মাঝেরহাটির কলমা নদী থেকে গ্যাস উদ্বগীরণ হচ্ছে। শনিবার (৩ এপ্রিল) সকালে গ্যাসের বুদবুদ দেখে স্থানীয় এলাকাবাসী কেউ সেখানে কৌতূহল নিয়ে আগুন ধরিয়ে দেয়।

এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীর পাড়ের বাসিন্দারা। স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে নদীর পাড়ের লোকজন আপাতত সেখানে যাওয়া বন্ধ রেখেছেন। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

বালিয়া গ্রামের মাঝের হাটির বাসিন্দা শ্যামল চন্দ্র সরকার জানান, কলমা নদীটি শুকিয়ে গেছে। নদীর কাদার মধ্য থেকে গ্যাসের বুদবুদ উঠছে। বিষয়টি গ্রামে জানাজানি হলে শনিবার সকালে সেখানে গিয়ে কৌতূহল একটি পাইপ বসিয়ে পাইপের মুখে দিয়শলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সকাল থেকে সেখানে আগুন জ্বলতে থাকলে দুপুর দুইটার দিকে স্থানীয়রা আগুন নিভিয়ে দেয়।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, ‘দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীকে ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে গ্যাসের পরিমাণ কম। তবুও দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ধর্মপাশা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এআই/এমও

কলমা নদী গ্যাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর