Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২১ ১৬:৫৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২১ ২১:১৯

ফাইল ছবি

ঢাকা: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন কার্যকর হলে ওই সময় যাত্রীবাহী কোনো ট্রেন চলবে না বলে জানিয়েছেন রেলপথ বিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম সুজন। লকডাউনের মধ্যে খাদ্যসহ জরুরি পণ্যবাহী ট্রেনই কেবল চলবে বলে সারাবাংলাকে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী। এর আগে, দুপুর ১২টার আগেই এক ব্রিফিংয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, সোমবার থেকে দেশে লকডাউন শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

লকডাউনের মধ্যে ট্রেন চলাচল বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সারাবাংলাকে বলেন, লকডাউনে মালবাহী ট্রেন ছাড়া কোনো ট্রেন যাত্রী পরিবহন করবে না। এই সময়ে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেনও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

লকডাউন কী করা যাবে কিংবা যাবে না— এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নিতে এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকের পর সন্ধ্যায় ট্রেন চলাচল নিয়েও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

এর আগে, ওবায়দুল কাদেরের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও এক ভিডিওবার্তায় জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার লকডাউন ঘোষণা করতে যাচ্ছে। পরে সারাবাংলার এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, সোমবার থেকে শুরু না হয়ে মঙ্গলবারও এই লকডাউন শুরু হতে পারে।

সারাবাংলা/জেআর/টিআর

টপ নিউজ ট্রেন চলাচল নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর