Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যবিধির প্রতি গুরুত্ব দিয়ে কাল বিজিএমইএ নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২১ ১৬:৫৪ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ০১:৩০

ঢাকা: করোনা পরিস্থিতির মধ্যেই আগামীকাল (৪ এপ্রিল) স্বাস্থ্যবিধির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন অনুষ্ঠিত হবে৷ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর চট্টগ্রামে সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

সারাদেশে সোমবার থেকে লকডাউন শুরু হলেও নির্বাচন নিয়ে সংশয় নেই।

বিজ্ঞাপন

জানতে চাইলে বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হাবিবুল্লাহ এন করিম সারাবাংলাকে বলেন, স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীকাল বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। করোনা মহামারির অস্বাভাবিক পরিস্থিতিতে এবারের নির্বাচন স্বাভাবিকভাবেই উৎসবমুখর হবে না।

এবারের নির্বাচনে তিনটি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও সম্মিলিত পরিষদ ও স্বাধীনতা পরিষদ এক হয়ে কাজ করছে। সম্মিলিত পরিষদের নেতৃত্বে দিচ্ছেন ফারুক হাসান। স্বাধীনতা পরিষদের ডিজাইন অ্যান্ড সোর্স কারখানার মালিক জাহাঙ্গীর আলমও এই প্যানেল থেকেই নির্বাচন করছেন। অপর অংশ ফোরামের নেতৃত্বে রয়েছেন এ বি এম সামছুদ্দিন। ড. রুবানা হকও ফোরামের হয়ে নির্বাচন করছেন। নির্বাচনে ৩৫ পরিচালক পদে এবার দুই প্যানেলে মোট ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য জানতে চাইলে সম্মিলিত পরিষদের নেতৃত্ব দেওয়া ফারুক হাসান সারাবাংলাকে বলেন, আমি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। পোশাক খাতের উন্নয়নে যা যা করার দরকার আমি তাই করবো। নির্বাচনে লকডাউনের কিছুটা প্রভাব পড়বে। আমাদের যারা সদস্য আছেন, দেশের বাইরে আছেন, তারা আর দেশে আসতে পারবেন না। ফলে তারা ভোটও দিতে পারবেন না। সব মিলিয়ে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও কম থাকবে।

বিজ্ঞাপন

অপর অংশ ফোরামের নেতৃত্বে দেওয়া এ বি এম সামছুদ্দিন সারাবাংলাকে বলেন, নির্বাচন হচ্ছে লকডাউনের আগে। আমাদের সব রকমের প্রস্তুতি শেষ হয়েছে। আমরা নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্যে অনেক অনেক কিছু বলছে।

ঢাবি অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার নির্বাচনি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি ও সাতজন সহসভাপতি হবেন। প্রাথমিকভাবে সম্মিলিত পরিষদ ও ফোরামের ৯৯ জন প্রার্থী ১০৩টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

৪ মার্চ ৩৩টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড। ঢাকার ২৬ পরিচালক পদের জন্য সম্মিলিত পরিষদের প্রার্থীরা হলেন- ফারুক হাসান, শহিদুল হক, আবদুল্লাহ হিল রাকিব, শহীদউল্লাহ আজিম, নীলা হোসনে আরা, মহিউদ্দিন রুবেল, জাহাঙ্গীর আলম, খন্দকার রফিকুল ইসলাম, শিরিন সালাম, তানভীর আহমেদ, ইন্তেখাবুল হামিদ, কফিল উদ্দিন আহমেদ, ইমরানূর রহমান, আশিকুর রহমান, মিরান আলী, খসরু চৌধুরী, মশিউল আজম, নাছির উদ্দিন, এস এম মান্নান, শোভন ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দিন, হারুন অর রশীদ, আরশাদ জামাল, আসিফ আশরাফ, সাজ্জাদুর রহমান মৃধা ও রাজীভ চৌধুরী।

অন্যদিকে ঢাকায় ফোরামের প্রার্থীরা হলেন- রুবানা হক, এ বি এম সামসুদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, শিহাবুদৌজা চৌধুরী, এনামুল হক খান, ভিদিয়া অমৃত খান, কামাল উদ্দিন, মাশিদ রুম্মান আবদুল্লাহ, এম এ রহিম, শাহ রিয়াদ চৌধুরী, মিজানুর রহমান, খান মনিরুল আলম, এ এম মাহমুদুর রহমান, নাফিস উদ দৌলা, আসিফ ইব্রাহিম, মজুমদার আরিফুর রহমান, তাহসিন উদ্দিন খান, নাভিদুল হক, রশীদ আহমেদ হোসাইনী, ইকবাল হামিদ কোরাইশী, মাহমুদ হাসান খান, রেজওয়ান সেলিম, ফয়সাল সামাদ, রানা লায়লা হাফিজ, মেজবাহ উদ্দিন আলী ও নজরুল ইসলাম।

চট্টগ্রামে নয়টি পরিচালক পদের জন্য সম্মিলিত পরিষদের প্রার্থীরা হলেন- এ এম শফিউল করিম, এম আহসানুল হক, মো. হাসান, রকিবুল আলম চৌধুরী, তানভীর হাবিব, মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা, অঞ্জন শেখর দাশ, আবসার হোসেন ও সৈয়দ নজরুল ইসলাম।

ফোরামের প্রার্থীরা হলেন- মোহাম্মদ আতিক, মোহাম্মদ আবদুস সালাম, এম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, শরীফ উল্লাহ, মির্জা মো. আকবর আলী চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, রিয়াজ ওয়েজ ও খন্দকার বেলায়েত হোসেন।

বিজিএমইএ’র ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। এবার মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ২৫ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ছিল ৩ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয় ৪ মার্চ। গত ১২ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ এপ্রিল রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিজিএমইএ নির্বাচনে এবার ভোটার সংখ্যা ২ হাজার ৩১৪। এর মধ্যে ঢাকার ভোটার ১৮৫৩ জন ও চট্টগ্রামের ৪৬১ জন।

সারাবাংলা/ইএইচটি/এমআই

টপ নিউজ বিজিএমইএ

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর