একদিনে তৃতীয় সর্বোচ্চ ৫৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৮৩
৩ এপ্রিল ২০২১ ১৬:১৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২১ ১৭:৩৮
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। একদিনের সর্বোচ্চ মৃত্যুর তালিকায় এটি তৃতীয়। এর আগে গত বছরের ৩০ জুন ৬৪ জন এবং গত পরশু ১ এপ্রিল একদিনে ৫৯ জন মারা গিয়েছিলেন করোনা সংক্রমণ নিয়ে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমে যাওয়ায় কমেছে সংক্রমণ সংখ্যাও। আগের দিন ২৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা হলেও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৫৪৮টি। এর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৮৩ জনের মধ্যে, যা আগের দিন ছিল ৬ হাজার ৮৩০।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা কমলেও সংক্রমণের হার খুব একটা কমেনি। আগের দিন যেখানে এই হার ছিল ২৩ দশমিক ২৮ শতাংশ, গত ২৪ ঘণ্টায় তা ২৩ দশমিক ১৫ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।
শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে ২২৭টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে। এদিন মোট নমুনা সংগ্রহ করা হয় ২৪ হাজার একশটি, আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৪৮টি। আগের দিন সারাদেশে ৩০ হাজার ২৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল, পরীক্ষা করা হয়েছিল ২৯ হাজার ৩৩৯টি নমুনা। গতকাল শুক্রবার (২ এপ্রিল) মেডিকেল কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা থাকার কারণে মেডিকেল কলেজগুলোতে একবেলা নমুনা সংগ্রহ বন্ধ থাকায় নমুনা পরীক্ষা কিছুট কমেছে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা এসব নমুনার মধ্যে ৫ হাজার ৬৮৩টি নমুনায় করোনা সংক্রমণের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন ৬ লাখ ৩০ হাজার ২৭৭টি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৫৮ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তা নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৯ হাজার ২১৩ জন। সংক্রমণ শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৫৮ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ, ২০ জন নারী। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এই ৫৮ জনের মধ্যে ৩৪ জনের বয়স ষাটোর্ধ্ব, ১৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছর ও ৩১ থেকে ৪০ বছর বয়সী চার জন করে মারা গেছেন এই সময়ে।
এই ৫৮ জনের মধ্যে ৩৯ জনই ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া খুলনা বিভাগে তিন জন, বরিশাল বিভাগের দুই জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৬৮ লাখ ৭৯ হাজার ৫৮২ জন। বৃহস্পতিবার পর্যন্ত দেশে ভ্যাকসিন নিয়েছেন মোট ৫৪ লাখ ১২ হাজার ৭৯১ জন। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ভ্যাকসিন প্রয়োগ বন্ধ ছিল।
সারাবাংলা/টিআর