বইমেলা নিয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় বাংলা একাডেমি
৩ এপ্রিল ২০২১ ১২:৫৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২১ ১৫:৪২
ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বইমেলা চলবে কি, চলবে না সে বিষয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
সরকার থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেটিই পালন করা হবে বলে শনিবার (৩ মার্চ) দুপুরে সারাবাংলাকে জানিয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
এরইমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন দেওয়া হবে।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও একই কথা বলেন। তিনি বলেন, ‘দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দু’তিন দিনের মধ্যেই সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে।’
তিনি জানান, লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সেসব প্রতিষ্ঠান খোলা থাকবে। এ ছাড়া শিল্প-কলকারখানাও খোলা থাকবে। তবে সেখানে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ শুক্রবার শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৮৩০ জন। আর মারা গেছেন ৫০ জন।
বইমেলা আয়োজন কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, ‘আমি নিজেই করোনা আক্রান্ত। বাসায় অবস্থান করছি। এ বিষয়ে এখনও কিছু জানি না।’
বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ বলেন, ‘বিকেলের মধ্যেই একটা সিদ্ধান্ত জানা যাবে। সেই পর্যন্ত অপেক্ষা করছি।’
নামপ্রকাশে অনিচ্ছিুক বাংলা একাডেমির একজন কর্মকর্তা বলেন, ‘সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের সিদ্ধান্ত পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘এখনও তো লকডাউন ঘোষণা হয়নি। লকডাউন হতে পারে বলে জানতে পেরেছি। লকডাউন হলেও সরকার যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবেই আমরা সিদ্ধান্ত নেব।’
তিনি আরও বলেন, ‘এখন মহামারিকাল চলছে। বাংলা একাডেমি সরকারি প্রতিষ্ঠান। সরকার যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবেই সিদ্ধান্ত মানতে হবে। এখানে বাংলা একাডেমির একা কিছু করার নেই।’
উল্লেখ্য, স্বাস্থ্যবিধি গত ১৮ মার্চ থেকে বই মেলা শুরু হয়। মেলা চলার কথা ১৪ এপ্রিল পর্যন্ত।
সারাবাংলা/টিএস/একে